স্টাফ রিপোর্টার : জামিন পেয়েছেন পুঁজিবাজারের ব্রোকারেজ অ্যালায়েন্স সিকিউরিটিজের চেয়ারম্যান পঙ্কজ রায়। সোমবার গ্রেফতারের পর তাকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের উপ-সহকারী পরিচালক সিলভিয়া ফেরদৌস। পরদিরকে আসামির আইনজীবী জামিনের আবেদন করেন।

উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম সত্যব্রত সিকদার ৫ হাজার টাকা মুচলেকায় পঙ্কজ রায়ের জামিন মঞ্জুর করেন।

এর আগে দুর্নীতির মামলায় সোমবার সকালে তাকে তার ধানমন্ডির বাসা থেকে তাকে গ্রেফতার করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার দিবাগত রাত থেকে তার বাড়ি ঘিরে রাখা হয়েছিল। ১২ ঘণ্টার অভিযান শেষে সোমবার সকাল ১০টার দিকে তাকে গ্রেফতার করা হয়।

দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য জানান, পঙ্কজ রায়ের বিরুদ্ধে সাড়ে আট কোটি টাকার অবৈধ সম্পদ রাখার অভিযোগে গতকাল রমনা মডেল থানায় একটি হয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারের পর রমনা মডেল থানার ডিউটি অফিসার এসআই মোতাহার বলেন, ব্রোকারেজ অ্যালায়েন্স সিকিউরিটিজের চেয়ারম্যান পঙ্কজ রায়ের বিরুদ্ধে দুদক আইনে গতকাল রাতে একটি মামলা হয়েছে। মামলা নং ৪৫। পঙ্কজ রায়ের বিরুদ্ধে হুন্ডির মাধ্যমে দেশের বাইরে অর্থ পাচারেরও অভিযোগ রয়েছে।

(ওএস/এসপি/নভেম্বর ২০, ২০১৭)