চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলা পরিষদ মিলনায়তনে সোমবার বেসরকারি সংস্থা আশা’র উদ্যোগে মৎস্যচাষীদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

আশা পাবনার এগ্রি ও বিশেষ ঋণ শাখার আরএম মোঃ আঃ খালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আশা কেন্দ্রীয় কার্যালয়ের ফিশারিস পরামর্শক মোঃ ছেরাজ উদ্দিন,পাবনা জেলা মৎস্য কর্মকর্তা গোলাম রব্বানী,উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান, আশা চাটমোহর অঞ্চলের আরএম মোঃ দলিলুর রহমান, শাখা ব্যবস্থাপক মুন্নুজান খাতুন, দৈনিক ইত্তেফাক সংবাদদাতা হেলালুর রহমান জুয়েল প্রমুখ।

প্রশিক্ষণের আশার সদস্য উপজেলার ৩০ জন মৎস্যচাষী অংশ গ্রহণ করেন।

(এসএইচএম/এসপি/নভেম্বর ২০, ২০১৭)