চাটমোহর (পাবনা) প্রতিনিধি : চাটমোহরসহ চলনবিল অঞ্চলের গ্রামীণ জনপদে কৃষি জমি নষ্ট করে অসংখ্য ইটভাটা স্থাপন করা হচ্ছে। চলনবিলের তাড়াশ, গুরুদাসপুর, সিংড়া, চাটমোহর ও ভাঙ্গুড়া উপজেলার বিভিন্ন গ্রামে একের পর এক ইটভাটা স্থাপন করছেন প্রভাবশালীরা। এতে সরকারি কোন নিয়ম-নীতি মানা হচ্ছে না। নেওয়া হচ্ছে না কোন অনুমোদন। কোন কিছুর বালাই নেই। আইন আছে কিন্তু কোন প্রয়োগ নেই।

প্রশাসনের অনেক অসাধু কর্মকর্তা ও কতিপয় রাজনৈতিক নেতা এর সাথে জড়িত। ইটভাটার প্রভাব পড়ছে চলনবিলের গ্রামীণ জনপদে। নষ্ট হচ্ছে ফসলি জমি। পরিবেশের ব্যাপক ক্ষতি হচ্ছে। কৃষকের বিভিন্ন ফসলের ক্ষতি হচ্ছে। স্বাস্থ্যহানি ঘটছে মানুষের। প্রভাব পড়ছে পশু পাখির উপর। কিন্তু জনস্বার্থে এ গুলো দেখার কেউ নেই। চাটমোহর উপজেলার গুনাইগাছায় প্রভাবশালীরা দিব্যি কোন রকম অনুমোদন ছাড়াই ইটভাটা নির্মাণ করে চলেছে।

চর সেনগ্রামে ইটভাটা চালু করার পর কৃষি বিভাগে আবেদন জমা দিয়েছেন। তারা জেলা থেকে কোন প্রকার লাইসেন্স নেননি। পরিবেশ অধিদপ্তরের অনুমোদন মিলেছে কিনা, তাও জানা যায়নি। উপজেলা বা জেলা প্রশাসন এ ব্যাপারে ন্যুনতম কোন প্রকার পদক্ষেপ গ্রহণ করেনি। সংশ্লিষ্টরা এ ব্যাপারে পদক্ষেপ গ্রহণের কথা বললেও তা কোন নমুনা মেলেনি। অবাধে স্থাপিত হচ্ছে অনুমোদনবিহীন এ সকল ইটভাটা।

বিভিন্ন এলাকা ঘুরে ক্ষতিগ্রস্তদের সাথে কথা বলে এ সকল তথ্য জানা গেছে। উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের কর্তাদের সাথে কথা বললে,তারা ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন বটে। ক্ষতিগ্রস্তরা এ ব্যাপারে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।


(এসএইচএম/এসপি/নভেম্বর ২০, ২০১৭)