নিউজ ডেস্ক : বিগত অক্টোবর মাসে জাপানের রফতানি প্রবৃদ্ধি অপ্রত্যাশিতভাবে হ্রাস পেয়েছে। মূলত উত্তর আমেরিকা এবং চীনে রফতানি কমে যাওয়াকে এর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

সোমবার দেশটির অর্থ মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক পরিসংখ্যানে এ কথা বলা হয়েছে।

পরিসংখ্যানে উল্লেখ করা হয়, গত সেপ্টেম্বর পর্যন্ত টানা ১১ মাস জাপানের রফতানির গড় প্রবৃদ্ধি ১৪.১ শতাংশের বেশি ছিল। তবে অক্টোবরে এ অবস্থার অবনতি হয়েছে।

অক্টোবরে রফতানি উল্লেখযোগ্য পরিমাণে হ্রাস পাওয়ায় প্রবৃদ্ধির গড় হয় ১৪ শতাংশে নেমে আসে।

এ ছাড়া এ সময়ে এক বছর আগের একই সময়ের তুলনায় দেশটির বাণিজ্যিক উদ্বৃত্ত কমেছে ৪০.৭ শতাংশ।

জাপানের সরকারি তরফে জানানো হয়েছে বিপুল পরিমাণ অশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্য আমদানির কারণে রফতানি সাফল্য ম্লান হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের ওই পরিসংখ্যানে উল্লেখ করা হয়েছে, গত অক্টোবর মাসে জাপানের বাণিজ্যিক উদ্বৃত্ত হয়েছে ২৮৫.৪ বিলিয়ন ইয়েন (২.৫ বিলিয়ন ডলার)। যা তার আগের বছরের একই সময়ে ছিল ৪৮১.২ বিলিয়ন ইয়েন।

অথচ দেশটির অর্থনীতিবিদরা প্রত্যাশা করেছিলেন অক্টোবরে জাপনের বাণিজ্যিক উদ্বৃত্ত ৩৩০ বিলিয়ন ইয়েন ছড়িয়ে যাবে। সূত্র : ফিনান্সিয়াল টাইমস

(ওএস/এসপি/নভেম্বর ২১, ২০১৭)