পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি : রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কলিমহর ইউপিতে নবনির্মিত ১০ শয্যা বিশিষ্ট কলিমহর মা ও শিশু কল্যাণ কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।

গতকাল সোমবার বিকেলে উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার খোন্দকার সফিকুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য মো. জিল্লুল হাকিম, ডিডিসি লিমিটেড’র ম্যানেজিং ডাইরেক্টর ও কলিমহর জহুরুন্নেছা শিক্ষা নগরীর প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার এ.কে.এম রফিক উদ্দিন বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে ডিডিসি লিমিটেড’র পরিচালক নিলুফার রফিক, রাজবাড়ীর সিভিল সার্জন ডা. রহিম বকস, পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফরিদ হাসান ওদুদ, রাজবাড়ীর পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সদ্য বিদায়ী উপ-পরিচালক কাজী ফারুখ আহম্মেদ, পাংশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পাংশা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. হাসান আলী বিশ্বাস, রাজবাড়ীর পরিবার পরিকল্প অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক ডা. মো. নেয়ামত উল্লাহ ও অবসরপ্রাপ্ত সিভিল সার্জন ডা. এএফএম শফীউদ্দিন (পাতা) প্রমুখ উপস্থিত ছিলেন।

(এমএইচকে/এসপি/নভেম্বর ২১, ২০১৭)