নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী সুবর্ণচরে বিভিন্ন বিদ্যালয়ের অহসহায়, সুবিদা বঞ্জিত,  হতদরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাজে শিক্ষা উপকরন বিতরন করলো "নোয়াখালী রুরাল ডেভেলপমেন্ট সোসাইটি" (এনআরডিএস)। 

মঙ্গলবার সকাল ১০ টায় সুবর্ণচর উপজেলার ৫ নং চরজুবলী ইউনিয়ন পরিষদের হল রুমে উক্ত অনুষ্ঠানের আয়োজন করে এনআরডিএস।

সুবর্ণচর উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক ও চরজুবলী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ হানিফ চৌধুরী'র সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন, সুবর্ণচর উপজেলা সহকারি কমিশার (ভূমি) রেজাউল করিম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শহীদ জয়নাল আবেদিন মডেল উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক কাজী নজরুল ইসলাম, এনআরডিএস প্রধান অর্থ প্রশাসন অমল ক্ষ্ণৃ অধিকারী, কর্মসূচি সমন্বয়ক মো: কাউসার আলম, আঞ্চলিক ব্যাবস্থাপক ফিরোজ আনোয়ার অপু। এনআরডিএস কর্মি দীপ্তি নাথের সঞ্চালনায় অন্যানদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, এনআরডিএস সুবর্ণচর শাখা ব্যাবস্থাপক এম.জি মোস্তফা সহিদ, সাংবাদিক মো: ইমাম উদ্দিন সুমন প্রমুখ।

বক্তারা বলেন, প্রত্যন্ত অঞ্চলে সুবিধা বঞ্জিত শিক্ষার্থীদের মাজে বিভিন্ন এনজিও সংস্থা সহ বিত্তবানদের এগিয়ে আসা উচিত, প্রত্যক গ্রাম গঞ্জে এমন উদ্যোগ নিলে সুবিদা বঞ্জিত মেধাবী শিশুরা শিক্ষার আলো থেকে বঞ্জিত হবে না। পরে অতিথিরা ৬০ জন শিক্ষার্থীর মাজে স্কুল ব্যাগ, স্কুল ড্রেস, খাতা কলম ও অন্যান্য শিক্ষা উপকরন বিতরন করেন। এসব শিক্ষা উপকরন পেয়ে সুবিধা বঞ্জিত শিশুরা আনন্দে আপ্লুত হতে দেখা যায়।

অভিবাবকগণ বলেন, আমরা নিম্ন আয়ের মানুষ, ঠিকমত ২ বেলা ২ মুঠো খেতে পারিনা, আমাদের শিশু সন্তানদের পড়ালেখার খচর চালাতে হিমশিম খেতে, অনেক সময় নিজ সন্তানের জন্য স্কুল ড্রেস কেনা ও সম্বব হয়না এনআরডিএস'র এমন উদ্যোগ কে আমরা স্বাগত জানাই।।।


(আইইউএস/এসপি/নভেম্বর ২১, ২০১৭)