স্টোফ রিপোর্টার : সাভারে বিভিন্ন বাসা বাড়িতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। সোমবার সকালে এ অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন অভিযান পরিচালনা করা হয়েছে।

সাভারের বিরুলিয়া ইউনিয়নের খাগান বাজার থেকে আশুলিয়ার পাড়াগ্রাম পর্যন্ত সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের উদ্যোগে আমিনবাজার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এইচ এম সালাউদ্দিন মঞ্জুর নেতৃত্বে এ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। সংযোগ বিচ্ছিন্ন কাজে সাভার তিতাস গ্যাসের প্রায় ৬০ সদস্যের একটি দল অংশ নেয়।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায় গত কয়েক মাস আগে সাভারের বিরুলিয়ার খাগান ও আশুলিয়ার পাড়াগ্রাম এলাকায় ৫০ থেকে ৬০ হাজার করে টাকা নিয়ে প্রত্যেক বাড়িতে অবৈধ গ্যাস সংযোগ দেন আশুলিয়ার আশুলিয়ার পাড়াগ্রাম এলাকার নায়েব আলীর ছেলে ও আশুলিয়া ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য রুহুল আমিন মন্ডল ও চাঁনগাও এলাকার নবী বেপারীর ছেলে সিপাই মিয়া। পরে সোমবার সাভার তিতাস গ্যাস কর্তৃপক্ষ ওই দুই এলাকার প্রায় দুই হাজার পরিবারের মধ্যে দেয়া অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ ওই দুই এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ করে তিনটি মূল পয়েন্টে মাটির নীচে থাকা গ্যাসের পাইপ তুলে নিয়ে সিলগালা করে দেয়। এ সময় কয়েকশ পাইপ উদ্ধার করা হয়। অভিযানের সময় মূল সংযোগ বিচ্ছিন্ন করে ব্যবহার করা রাইজারগুলোও খুলে নেয়া হয়। এঘটনায় অবৈধ গ্যাস সংযোগ কারীরা নিরবে দাড়িয়ে ছিলেন। এ ঘটনায় অবৈধ গ্যাস সংযোগ ব্যবহারের অভিযোগে ৯ জনকে প্রায় ৯০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

এ বিষয়ে সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক (বিক্রয়) প্রকৌশলী মোহাম্মদ সিদ্দিকুর রহমান জানান, সাভারে সব অবৈধ গ্যাস লাইন পর্যায়ক্রমে বিচ্ছিন্ন করা হবে। অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার এ অভিযান নিয়মিত চলবে। এছাড়া সোমবার রাতে অবৈধ গ্যাস সংযোগকারী রুহুল আমিন মন্ডল ও সিপাইর বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা দায়ের করা হবে।

এলাকাবাসীর অভিযোগ, আশুলিয়ার ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য রুহুল আমিন মন্ডল ও চাঁনগাও এলাকার সিপাই আশুলিয়া ও সাভারের খাগান এলাকায় বিভিন্ন বাসা বাড়িতে অবৈধ গ্যাস সংযোগ দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়। স্থানীয়রা অবিলম্বে অবৈধ গ্যাস সংযোগকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।

(টি/এসপি/নভেম্বর ২১, ২০১৭)