আন্তর্জাতিক ডেস্ক : লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন তার দেশকে আগুনের দিকে ঠেলে না দিতে আরব দেশগুলোকে সতর্ক করে দিয়েছেন। তিনি বলেছেন, লেবানন ইস্যুতে এসব সব দেশের জ্ঞানের পরিচয় দেয়া উচিত, পাশাপাশি যৌক্তিক আচরণ করা দরকার।

গত রবিবার মিশরের রাজধানী কায়রোয় অনুষ্ঠিত আরব লীগের বৈঠক থেকে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহকে সন্ত্রাসবাদ সমর্থনের জন্য দায়ী করে বিবৃতি দেয়ার পর প্রেসিডেন্ট আউন এসব কথা বললেন।

আরব লীগের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে সংস্থার মহাসচিব আহমাদ আবুল ঘেইত বলেন, আরব দেশগুলো হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন বলে চিহ্নিত করতে রাজি হয়েছে এবং বিষয়টি পরবর্তীতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদেও তোলা হতে পারে।

আরব লীগের বৈঠকে উপস্থিত লেবাননের প্রতিনিধি অ্যান্তোনি আজ্জাম এ বিবৃতি প্রত্যাখ্যান করেন এবং তিনি তাতে সই করেন নি। ইরাকও বিবৃতিতে সই করতে অস্বীকৃতি জানায়।

আরব লীগের বৈঠকে অ্যান্তোনি বলেছেন, হিজবুল্লাহ লেবাননের জনগণের বিরাট অংশের প্রতিনিধিত্ব করে এবং লেবাননের জাতীয় সংসদে তাদের প্রতিনিধিত্ব রয়েছে।

(ওএস/এসপি/নভেম্বর ২২, ২০১৭)