স্টাফ রিপোর্টার : বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক বিমানমন্ত্রী ও ঢাকা জেলা বিএনপির সাবেক সভাপতি আবদুল মান্নানের স্ত্রী নিলুফার মান্নান মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)। বুধবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় সিঙ্গাপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, মরহুমের মরদেহ আজই (বুধবার) বাংলাদেশে আনা হবে। তবে জানাজা ও দাফনের বিষয়ে সিদ্ধান্ত পরে জানানো হবে।

নিলুফার মান্নানের একমাত্র মেয়ে মেহনাজ মান্নানের স্বামী নাসির উদ্দিন অসিম বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক।

(ওএস/এসপি/নভেম্বর ২২, ২০১৭)