নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের নান্দাইলে দাখিল পরীক্ষার ফরম পূরণ করতে এসে এক শিক্ষার্থী জানতে পারল তার রেজিস্টেশনই হয়নি। দাখিল পরীক্ষায় বসা অনিশ্চিত হয়ে পড়ায় এসময় শিক্ষার্থীর মাথায় আকাশ ভেঙ্গে পড়ার মত অবস্থা হয়েছে।

অভিযোগে জানা যায়, উপজেলার গাংগাইল ইউনিয়নের জলহরি গ্রামের মোঃ ফখর উদ্দিনের মেয়ে লাকি আক্তার (১৫) স্থানীয় সুরাশ্রম দারুস সালাম দাখিল মাদ্রাসায় লেখাপড়া করে। আসন্ন ২০১৮ সালের এসএসসি সমমানের দাখিল পরীক্ষায় অংশ নেওয়ার জন্য সে প্রতিষ্ঠানে যথারিতি নির্বাচনী পরীক্ষায় অংশ নেয়। চূড়ান্ত পরীক্ষায় অংশ নেওয়ার জন্য ফরম পূরণ করতে গিয়ে সে জানতে পারে তার নামে বোর্ডে রেজিস্টেশন করা হয়নি।

ঘটনার শিকার ছাত্রীটি জানায়, যথা সময়ে রেজিস্টেশনের নির্ধারিত ফরম পূরণ করে ভারপ্রাপ্ত সুপারের কাছে জমা দেয়। কিন্তু তার রেজিস্টেশন কেন হয়নি সেটি জানতে সুপারের কাছে গেলে তাকে নবম শ্রেণিতে নতুন করে রেজিস্টেশনের পরামর্শ দেয় মাদ্রাসার সুপার ওমর ফারুক। ওই অবস্থায় তার চূড়ান্ত পরীক্ষায় অংশ নেওয়াটি বিষয়টি প্রায় অনিশ্চিত হয়ে পড়ে। পরে বিষয়টি নিয়ে লাকি গত সোমবার নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

লাকি আক্তারের বাবা ফখর উদ্দিন জানান, ভারপ্রাপ্ত সুপারের অবহেলায় আমার মেয়ের জীবন থেকে দুটি বছর নষ্ট হয়ে গেল।

সুরাশ্রম দারুস সালাম দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার একে.এম ওমর ফারুল বলেন, সে আমাদের মাদ্রাসার ছাত্রী নয়, একটি কুচক্রি মহলের যোগসাজসে প্রতারণা মূলকভাবে এমন অভিযোগ তোলা হয়েছে।

নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান বলেন, ছাত্রীটির কাছ থেকে একটি লিখিত অভিযোগ পেয়ে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে বিষয়টি তদন্তের দায়িত্ব প্রদান করা হয়েছে। অভিযোগের সত্যতার প্রমান পাওয়া গেলে যথাযথ ব্যবস্থা গ্রহন করা হবে।

(ওএস/এসপি/নভেম্বর ২২, ২০১৭)