দীপক চন্দ্র পাল, ধামরাই : ধামরাই পৌর এলাকার বড়বাজার সার্বজনীন দূর্গা মন্দির কমিটির আয়োজনে ৬ দিন ব্যাপী নামকীর্ত্তন ও রাধা কৃঞ্চের অষ্ঠকালীন লীলা কীর্ত্তন ,মহোৎসব অনুষ্ঠান আজ বৃহস্পতিবার শেষ হয়েছে।

গত ১৮ নভেম্বর সকাল থেকে শরু হয় এ ধর্মীয় সংকীর্তন ও লীলা কীর্ত্তন অনুষ্ঠান। প্রতিদিন হাজারো ভক্ত নর-নারী আগমনে পৌর সদরের বড় বাজার মন্দির প্রাঙ্গন উৎসব মুখর হয়ে উঠেছিল। আজ হাজারো ভক্তের পদচারনায় মূখরিত উৎসবের ভাংলো মিলন মেলা ।

শেষ দিন উৎসব পরিদর্শন এসেছিলেন ধামরাই পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবীর মোল্লা। পৌর এলাকায় এই উৎসবে তিনি ব্যাপক সহযোগিতা করে থাকেন।

প্রতি বছরের মত এবারো দেশের বিভিন্ন স্থান থেকে সাতটি কীর্ত্তনীয়া দল ও ৩ টি লীলা কীর্তন দল অংশ নিয়েছে এই উৎসবে।
মহা প্রভুর ভোগ-রাগ ও দুর-দূরান্ত থেকে আগত হাজারো ভক্ত-নর নারীদের মাঝে, উৎসবের একয় দিন প্রসাদ বিতরন করা হয়।

ধামরাই পৌর এলাকার বড়বাজার সার্বজনীন দূর্গা মন্দির কমিটির সভাপতি বিশিষ্ঠ মিষ্টি ব্যবসায়ী শ্রী সুনীল পাল বলেছেন এ অনুষ্ঠানে বগুড়ার শিল্পী উত্তম কুমার সাহা,টাংগাইলের শিল্পী স্বপন কুমার দাস ও নওগাঁর শিল্পী শ্রীমতি নন্দিনী সরকারের পরিবেশনায় লীলা কীর্ত্তন অনুষ্ঠান শেষ হয়েছে।

(ডিসিপি/এসপি/নভেম্বর ২৩, ২০১৭)