দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে গতকাল বৃহস্পতিবার সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচিতে অতিদরিদ্র জনগণের অধিকার ও প্রবেশাধিকার সুনিশ্চত করণে আন্তঃসম্পর্ক উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সকালে বেসরকারি সংস্থা ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ও ওয়ার্ল্ড ভিশন, পল্লীশ্রী ও পামডো’র উদ্যোগে ২নং আলাদিপুর ইউনিয়ন পরিষদ সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান মো. মোজাফ্ফর হোসেন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. আখতারুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রীতা মন্ডল।

এতে অন্যান্যেদের মধ্যে বক্তব্য রাখেন, ২নং আলাদিপুর ইউনিয়ন পরিষদের আওয়ামীলীগের সভাপতি শাহদৎ হোসেন, ইউপি সচিব মো. ইউনুস আলী, ইউপিু সদস্য মানিক মন্ডল, মদন সরকার, শাহিন সরকার, জেবুন আরা, রওশন আরা বেগম, বেসরকারি সংস্থা পল্লীশ্রী’র মনিটরিং এন্ড এ্যাভিউলেশন অফিসার তরিকুল ইসলাম, সিডিএস সভাপ্রধান সলেমন সরেন, সিনিয়র সিডিএস কৃষ্ণা রবিদাস, সিডিএস জান্নাতুন ফেরদৌস মুক্তা, বিফল রায়, শাহনাজ পারভিন প্রমুখ। এতে সিএসও, এফজিডি সদস্যসহ সুধিজন ব্যক্তি অংশ নেন।

(এসিজি/এসপি/নভেম্বর ২৩, ২০১৭)