গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের সংর্ঘষে আহত আজাহার ব্যাপারী (৬০) চিকিৎসাধীন অবস্থায় গত রাতে মারা গেছে। বুধবার এ সংঘর্ষে নিহত ব্যক্তি সহ ঊভয় পক্ষের  ১২ ব্যক্তি আহত হয়েছে ।

জানা গেছে, গতকাল বুধবার উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের কাটাবাড়ী গ্রামে মৃত ইজবার আলী ব্যাপারীর পুত্র আজাহার ব্যাপারী (৬০) তার শরিষার জমিতে বেড়া দিতে গেলে প্রতিবেশি মৃত আজগর আলীর পুত্র গোলজার রহমান কান্দু বাধা দিলে কথা কাটি হয় ।

এর এক পর্যায়ে কান্দুর ও তার লোকজন রড, লাঠি হাসুয়া ও দেশিয় অস্ত্র নিয়ে আজাহার ব্যাপারীর ও তার লোজনের উপর হামলা চালালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঊভয় পক্ষের ১২ জন আহত হয়। স্থানীয়রা ঘটনাস্থল এসে আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ ও বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। গতকাল রাতে বগুড়া শহিদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজাহার আলীর ব্যাপারীর মৃত্যু হয়।

সংর্ঘষে আহতরা হলেন ঈদুল (৩৫), তাজুল ইসলাম, জাহাঙ্গীর আলম মিষ্টার, তালাশ , মেজবাহুল, মাহমুদা বেগম ও মুক্তা রানী এবং প্রতিপক্ষদের মধ্যে আহত হয়েছেন গোলজার রহমান কান্দু , ছলিমুদ্দিন, ফরিদ উদ্দিন, কোরবান আলী সহ উভয় পক্ষের ১২জন আহত হয়েছে।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান ঘটনা নিশ্চিত করে জানান, মামলার প্রস্তুতি চলছে।

(এসআরডি/এসপি/নভেম্বর ২৩, ২০১৭)