বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে আদলত প্রাঙ্গণ থেকে ডাকাতি মামলার আসামি দেলোয়ার হোসেন (২৭) পালিয়ে যাওয়ার ঘটনায় পাঁচ পুলিশ সদস্যকে সাসপেন্ড করা হয়েছে। তাৎক্ষণিকভাবে ওই পুলিশ সদস্যদের নাম জানা যায়নি।

পালিয়ে যাওয়া আসামি দেলোয়ার হোসেনের (২২) বাড়ি খুলনার তেরখাদা উপজেলার মধুপুর গ্রামে। তার বাবার নাম আব্দুল গফুর গাজি।

বাগেরহাট পুলিশ সুপার নিজামুল হক মোল্লা জানান, বাগেরহাট সদর মডেল থানার একটি ডাকাতি মামলায় (জিআর- ১২৯/১৪) আটক ওই আসামি গত ১৪ এপ্রিল থেকে জেল হাজতে ছিল। আজ ওই মামলার চীফ জুডিশিয়াল ম্যাজিসট্রেট এর আদালতে হাজিরার তারিখ থাকায় তাকে আদালতে আনে পুলিশ।

বাগেরহাটর আদালতের কোর্ট ইনস্পেক্টর আসাদুজ্জামান মোল্লা জানান, আদালত এলাকার কোর্ট কাস্টরি থেকে মামলার হাজিরা জন্য অন্য আরো ১১ আসামির সাথে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়ার পথে হাতকড়া খুলে পালিয়ে যায় দেলোয়ার। হাতকড়া পুরাতন এবং কিছুটা লুজ হবার কারণে এটা ঘটে ঘটে থাকতে পারে বলে দাবি তার।

বাগেরহাটের পুলিশ সুপার (এসপি) নিজামুল হক মোল্লা বলেন, ‘এ ঘটনায় ৫ জনকে সাসপেন্ড করা হয়েছে।’

(ওএস/এটিঅার/জুলাই ০২, ২০১৪)