স্টাফ রিপোর্টার : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ডা. মিলন হচ্ছে গণতন্ত্রের প্রতীক। দিন দিন গণতন্ত্র প্রিয় জনগণের হৃদয়ে শ্রদ্ধার আসনে অধিষ্ঠিত হচ্ছেন ডা. মিলন।

সোমবার সকালে ঢাকা মেডিকেল কলেজ চত্বরে ডা. মিলনের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন এ আলোচনা সভার আয়োজন করে।

ওবায়দুল কাদের বলেন, এ দিবসটিতে পুষ্পস্তবক অর্পণসহ আলোচনা সভা দিন দিন বাড়ছে। তরুণদের অংশগ্রহণও বাড়ছে ডা. মিলনকে ঘিরে। এটা গণতন্ত্রের জন্য মিলনের ত্যাগের স্বীকৃতি।

তিনি বলেন, খালেদা বলেছেন গণতন্ত্র নাকি খাদের কিনারে, ৫ জানুয়ারি নাকি গণতন্ত্রের জন্য কলঙ্কের দিন। আমি বলতে চাই বিএনপি যে রাস্তায় পেট্রোল বোমার তাণ্ডব চালিয়েছে, আগুনে মানুষ পুড়িয়ে মেরেছে সেগুলো কি তাদের জন্য জায়েজ হয়ে গেছে নাকি?

এর আগে আওয়ামী লীগের পক্ষ থেকে ডা. মিলনের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় ডা. দীপু মনিসহ আওয়ামী লীগের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। এ ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অবস্থিত ডা. মিলন চত্বরে পুষ্পস্তবক অর্পণ করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, ছাত্রদল, ছাত্রলীগসহ বিভিন্ন রাজনৈতিক, সমাজিক ও সাংস্কৃতিক সংগঠন

(ওএস/এসপি/নভেম্বর ২৭, ২০১৭)