টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইল জেলা শিল্পকলা একাডেমি মলিনায়তনে সোমবার(২৭ নভেম্বর) রফিকরাজু শিক্ষা পরিবারের বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে।

রফিকরাজু ক্যাডেট স্কুল আয়োজিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরণ। অনুষ্ঠান উদ্বোধন করেন, প্যানেল মেয়র তানভীর হাসান ফেরদৌস নোমান।

রফিকরাজু শিক্ষা পরিবারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশিষ অতিথি ছিলেন, পৌর কাউন্সিলর মো. ওবায়েদুল করিম বাবলু, হাফিজুর রহমান স্বপন, আমিনুর রহমান আমিন, কামরুল হাসান। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন, বিশিষ্ট সমাজসেবক নুর মোহম্মদ সিকদার ও জেলা ছাত্রলীগ নেতা মিলন মাহমুদ।

অনুষ্ঠানে রফিকরাজু বৃত্তি ফাউন্ডেশনের ২০১৬ সালে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট ও সম্মাননা প্রদান করা হয়।

(আরকেপি/এসপি/নভেম্বর ২৭, ২০১৭)