অমল তালুকদার, পাথরঘাটা (বরগুনা) : বরগুনার পাথরঘাটায় আ. ছালাম নামে এক মুক্তিযোদ্ধাকে হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ওই মুক্তিযোদ্ধা তার জীবনের নিরাপত্তা চেয়ে রোববার সন্ধায় (২৬ নবে¤¦র) পাথরঘাটা থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করেন, যার নম্বর-১১৫৪।

আ. ছালাম পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের জ্ঞানপাড়া গ্রামের মৃত হাচান মুন্সির ছেলে। তিনি বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত এক জন সার্জেন্ট।

জিডির বিবরনিতে জানা যায়, ২৫ নবেম্বর শনিবার রাতে মুক্তিযোদ্ধা আ. ছালাম মিয়ার জ্ঞানপাড়ার নিজ বাড়ির দরজার সামনে দুটি মোটরসাইকেলেক ৬ জন লোক উপস্থিত হয়। ৬ জনের মধ্যে ২ জনের মাথায় হেলমেট ও অপর ৪ জনের ছাইয়া রঙের মাফলার দিয়ে মূখ ঢাকা অবস্থায় দরজার খুলতে বলে। এ সময় হেলমেট পড়া দুজন সরাসরি তার ঘরে ঢুকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সিআর-১২২/২০১৭ নম্বর মামলার সাক্ষী প্রত্যাহার করতে বলে। সাক্ষী দিলে তার জীবন রাখা কষ্টকর হবে।জিডিতে আরও বলা হয়,আ.ছালাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ওই মামলার সাক্ষী দিলে তার ঘরবাড়ি পুড়িয়ে দিবে তাঁরা।

মুক্তিযোদ্ধা আ. ছালাম বলেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আ. মান্নান হাওলাদারের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি মামলা চলে। ওই মামলায় আমি ৯ নম্বর সাক্ষী। আমাকে সাক্ষী না দিতেই আ.মন্নান আমাকে এ হুমকি দিয়েছে।

পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম. জিয়াউল হক বলেন, আ. ছালাম নামে মুক্তিযোদ্ধার আবেদনটি জিডি আকারে নেয়া হয়েছে। বিষয়টি তদন্ত করা হবে।

এ বিষয় অভিযুক্ত সাবেক কমান্ডার আ. মান্নান হাওলাদার বলেন, আমি অনেকদিন ধরে ঢাকায় অবস্থান করছি। আমার বিরুদ্ধে ওই মামলাটি প্রমান করার জন্যই মিথ্যা জিডি করা হয়েছে। ঘঁনাটি সম্পূর্ন মিথ্যা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র।

(এটি/এসপি/নভেম্বর ২৭, ২০১৭)