স্টাফ রিপোর্টার : রাজধানীর সায়েদাবাদে কসাইয়ের ছুরিকাঘাতে সাইদুল ইসলাম (২৫) নামে এক হোটেল ম্যানেজার জখম হয়েছেন। বুধবার বেলা আড়াইটার দিকে সায়েদাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাইদুল ৪৩/৩৩ সায়েদাবাদ এলাকার আল-আমিন হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে ম্যানেজার হিসেবে কর্মরত। বুধবার দুপুরে বাদশা নামের এক কসাই পূর্বের দেওয়া অর্ডার অনুযায়ী সাত কেজি মাংস আল-আমিন হোটেলে নিয়ে যান। এ সময় মাংস ওজনে কম দেওয়া হয়েছে বলে বাদশার কাছে অভিযোগ করেন সাইদুল ইসলাম।

পরে সাইদুল ওই সাত কেজি থেকে ভালো দেখে পাঁচ কেজি মাংস ওজন করে রাখলে বাদশার সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বাদশা উত্তেজিত হয়ে সাইদুলের মাথায় ছুরিকাঘাত করলে তিনি আহত হন। পরে হোটেলের অন্য লোকজন তাকে উদ্ধার করে বিকেল ৪টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

(ওএস/এস/জুলাই ০২, ২০১৪)