মদন প্রতিনিধি : নেত্রকোনার মদনে নারীকে আহত করার ঘটনায় রবিবার রাতে মদন থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

মামালার বিবরণে প্রকাশ ২০ নভেম্বর ২০১৭ সকালে মদন উপজেলার কুলিয়াটি সকাল বাজার থেকে বাড়ি ফেরার পথে হাবি মিয়ার দোকানের সামনের রাস্থায় পৌছলে বৃ-বড়িকান্দি গ্রামের সাবেক ইউপি সদস্য ইদ্রিস মিয়াকে পূর্ব শত্রুতার জের ধরে একই গ্রামের প্রতিপক্ষের শামীমসহ ২০/২২ জন লোক ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে তার পথ রোধ করে হামলা চালায়।

এ সময তার ডাক-চিৎকারে আশেপাশের লোকজনসহ তার স্ত্রী রেনু আক্তার এগিয়ে এলে প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে তাকে কোপায়। এ খবরের পেক্ষিতে পুলিশ ঘটনা স্থলে পৌছে ইদ্রিছ মেম্বরকে উদ্ধার ও আহত রেনু আক্তার কে মদন হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

এ ব্যাপারে ২৬ নভেম্বর রাতে স্বামী ইদ্রিছ মেম্বার বাদী হয়ে ২০ জনকে আসামি করে মদন থানায় একটি মামালা দায়ের করেন। আসামি পক্ষের হুমকিতে ইদ্রিছ মেম্বারের পরিবার বর্তমানে জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানা যায়।

মদন থানার ওসি মোঃ শওকত আলী জানান, এ ব্যাপারে মদন থানায় একটি মামলা রজু করা হয়েছে। আসামিদের গ্রেফতার কারার চেষ্টা চলছে।

(এএমএ/এসপি/নভেম্বর ২৮, ২০১৭)