নাটোর প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামে মঙ্গলবার পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় ২ কলেজ ছাত্রসহ ৩ জন নিহত হয়েছেন।

বনপাড়া হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর দেড়টার দিকে বনপাড়া-নাটোর মহাসড়কের আহম্মেদপুর এলাকায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী ২ যুবক নিহত হয়েছেন।

নিহতরা হলেন, নাটোর সদরের হালসা গ্রামের ইব্রাহিম সেখের ছেলে ইমরানুল হোসেন (১৮) ও সিংড়ার গোনাইখাড়া গ্রামের আফাজউদ্দিন আলীর ছেলে মনিরুল ইসলাম (১৯)।

তারা দুজনে আহম্মেদপুর ডিগ্রী কলেজের প্রথম বর্ষের ছাত্র। বাৎসরিক পরীক্ষা দিয়ে তারা আহম্মেদপুর থেকে নাটোরের উদ্দেশ্যে যাচ্ছিলো।

এর আগে ভোর ৬টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের গড়মাটি এলাকায় ট্রাক ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে সৈয়দ আলী (৩২) নামে প্রাইভেট কার চালক নিহত হন। এ ঘটনায় প্রাইভেটকারের আরও দুই যাত্রী আহত হয়। তাদেরকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিএম শামসূন নূর জানান, নিহতদের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে।

(এডিকে/এসপি/নভেম্বর ২৮, ২০১৭)