সাতক্ষীরা প্রতিনিধি : পহেলা ডিসেম্বরকে রাষ্ট্রীয়ভাবে জাতীয় মুক্তিযোদ্ধা দিবস ঘোষণার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার সকাল ১১টায় সাতক্ষীরা পাওয়ার হাউস সড়কে জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।

মানববন্ধন কর্মসূচিতে জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহবায়ক আবু রায়হান তিতুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সাতক্ষীরা জেলা ইউনিট কমান্ডার মোশারফ হোসেন মশু।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সাতক্ষীরা জেলা ইউনিটের ডেপুটি কমান্ডার আবু বকর সিদ্দিক, জেলা জাসদের সভাপতি মুক্তিযোদ্ধা কাজী রিয়াজ, মুক্তিযোদ্ধা হাসানুজ্জামান, মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, মুক্তিযোদ্ধা মোস্তফা নুরুল আলম, জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্য সচিব লাইলা পারভীন সেজুতি, মুক্তিযোদ্ধা সন্তান ফারুক হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, সরকার মুক্তিযোদ্ধাদের ভাতাসহ নানা সুযোগ সুবিধা দিচ্ছে। এতে তারা সরকারের প্রতি কৃতজ্ঞ। কিন্তু বয়সের ভারে নুয়ে পড়া মুক্তিযোদ্ধারা একে একে পরলোকগমন করছেন। কিছুদিন পরে আর মুক্তিযোদ্ধাদের স্মৃতি থাকবে না। ইতিহাস বিকৃত হবে। নতুন প্রজন্ম সঠিক ইতিহাস জানা থেকে বঞ্চিত হবে।
এজন্য পহেলা ডিসেম্বর রাষ্ট্রীয়ভাবে মুক্তিযোদ্ধা দিবস ঘোষণা করার দাবিতে রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করেন তারা।

(আরকে/এসপি/ডিসেম্বর ০১, ২০১৭)