কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি : ঋণের টাকা নিয়ে ঝগড়ার জের ধরে স্বামী আহম্মদ আলীর দায়ের কুপে স্ত্রী শাহিদা (৪০) খুন হয়েছেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত অনুমান সাড়ে ৮ টার দিকে কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের মগরাইল গ্রামে।

জানা যায়, এই গ্রামের মৃত অমিন হোসেনের ছেলে আহম্মদ আলী সঙ্গে প্রতিবেশী ইসমাইল হোসেনের কন্যা শাহিদার কয়েক বছর আগে বিয়ে হয়। শাহিদা তিন কন্যা ও এক ছেলে সন্তানের মা।

পুলিশ ও বিভিন্ন সূত্রে জানা যায়, গ্রাম্য সুদের ঋণের কিছু টাকা পরিশোধের বিষয় নিয়ে শুক্রবার সন্ধায় স্বামী-স্ত্রীতে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে রাত সাড়ে ৮ টার দিকে এক পর্যায়ে আহম্মদ আলী দা দিয়ে কোপ মেরে শাহিদার ডান পায়ে রক্তাক্ত জখম করে। আশংকা জনক অবস্থায় থাকে ঈশ্বরগঞ্জ উপজেলা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক শাহিদার অবস্থার অবনতি দেখে তাকে ময়মনসিং মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর নির্দেশ দেন। সেখানে কর্তব্যরত চিকিৎক রাতে তাকে মৃত ঘোষণা করেন। ময়না তদন্ত শেষে তার লাশের পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।

কেন্দুয়া থানা পুলিশের উপ-পরিদর্শক মো: শামছুল হাবিব জানান, ঘটনা স্থলে গিয়ে জেনেছি, ঋণের টাকা নিয়ে ঝগড়ার জের ধরে স্বামীর হাতে স্ত্রী খুন হয়েছেন। এ ঘটনায় এখনও মামলা হয়নি।

এদিকে স্বামী আহম্মদ আলী রাতেই পালিয়ে গেছে।

(এসবি/এসপি/ডিসেম্বর ০২, ২০১৭)