মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় প্রথমবারের মতো একতা বহুমূখী প্রতিবন্ধী বিদ্যালয়ের উদ্যোগে জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে রবিবার সকালে বিদ্যালয় থেকে এক বর্নাঢ্য র‌্যালি বের হয়ে প্রধান সড়কগুলো প্রদক্ষিন শেষে বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করে উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোহাম্মদ রফিকুল ইসলাম। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খান মোঃ আবু বকর সিদ্দিকী।

স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয় প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মোঃ কাওসার আহম্মদ। সহকারি শিক্ষক মোঃ মজিবর রহমান হিরনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-আহবায়ক মোঃ আবদুল বারিক সিকদার, সিনিয়র আওয়ামীলীগ নেতা মোঃ ইসমাইল হোসেন মৃধা,বিদ্যালয় প্রতিষ্ঠাতা সভাপতি ও আমড়াগাছিয়া ইউপি চেয়ারম্যান মোঃ সুলতান আহম্মদসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিগণ।

(ইউজি/এসপি/ডিসেম্বর ০৩, ২০১৭)