গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : আন্তর্জাতিক প্রতিবন্ধি দিবস উপলক্ষে গাইবান্ধার গোবিন্দগঞ্জে রোববার সকালে প্রতিবন্ধিদের বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ।

গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রতিবন্ধি কল্যান সংস্থার সহ-সভাপতি আব্দুল গফ্ফার মৌলভির সভাপতিত্বে ও প্রতিবন্ধি খাদ্য কল্যান সংস্থার সভাপতি আশিষ কুমার রন্টুর সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শীলাব্রত কর্মকার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আকতারা বেগম রুপা, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও মহিমাগঞ্জ ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, সাংগঠনিক সম্পাদক ও দরবস্ত ইউপি চেয়ারম্যান আ র ম শরিফুল ইসলাম জজ, কামারদহ ইউপি চেয়ারম্যান সৈয়দ শরিফুল ইসলাম রতন,প্রতিবন্ধি কল্যান সংস্থার সভাপতি মজনু, রায়হান প্রমুখ।

(এসআরডি/এসপি/ডিসেম্বর ০৩, ২০১৭)