ছাড়বো নাকো হাল

মনটা মোদের সবুজ
চেতনাটা হলো লাল
বাংলাদেশী বাঙালী মোরা
দূর্নিবার চিরকাল ।
দূর্নিবার চিরকাল ।

স্বপ্ন দেখি সপ্ত রঙে
আসবে সূখের কাল
উন্নত হবে স্বদেশ মোর
আছে আস্থা অবিচল ।
আছে আস্থা অবিচল ।

ভালোবাসি দেশকে সদা
সবাই মোরা দামাল
না করে উন্নত দেশ
ছাড়বো নাকো হাল ।
ছাড়বো নাকো হাল ।

মনটা মোদের সবুজ
চেতনাটা হলো লাল
বাংলাদেশী বাঙালী মোরা
দূর্নিবার চিরকাল ।
দূর্নিবার চিরকাল ।