স্টাফ রিপোর্টার : রাজধানীর যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। কুতুবখালি ফ্লাইওভারের নিচে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের নাম কামাল হোসেন (৩৫)। অন্যদের নাম-পরিচয় পাওয়া য়ায়িনি।

প্রত্যক্ষদর্শী উজ্জ্বল ও মামুন জানান, ওই তিনজন ফ্লাইওভারের নিচ দিয়ে ভ্যানে যাওয়ার সময় একটি কাভার্ডভ্যান তাদের চাপা দেয়। গুরুতর আহতাবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তৃব্যরত চিকিৎস তাদের মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাম্প ইনচার্য পরিদর্শক মোজ্জামেল হক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

(ওএস/এইচআর/জুলাই ০৩, ২০১৪)