টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের মধুপুর উপজেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটির যৌথ আয়োজনে মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকালে উপজেলা অডিটরিয়ামে দুইদিন ব্যাপী তথ্য মেলার উদ্বোধন করা হয়েছে।

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রমেন্দ্র নাথ বিশ্বাসের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা সরকার, মধুপুর পৌরসভার মেয়র মাসুদ পারভেজ, টাঙ্গাইল জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ, মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যামিক বিদ্যালয়ের অধ্যক্ষ বজলুর রশিদ খান চন্নু, টিআইবি’র সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার মো. হাসান আলী ও মধুপুর সচেতন নাগরিক কমিটির সভাপতি ডা. মীর ফরহাদুল আলম মনি প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সচেতন নাগরিক কমিটির সহ-সভাপতি সাংবাদিক এসএম শহীদ।

আলোচনা সভায় বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এর আগে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। মেলায় সরকারি-বেসরকারি ৩১ টি স্টল অংশ নেয়। মেলা ৫ থেকে ৬ডিসেম্বর দুইদিন চলবে।

(আরকেপি/এসপি/ডিসেম্বর ০৫, ২০১৭)