নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী সুবর্ণচরে লক্ষীপুর সাইফিয়া দরবার শরিফের কার্যক্রম ও ২০১৮ সালের সুন্নি ইজতেমা সফল করার লক্ষে আলোচনা ও মতবিনিময় সভা অনু্ষ্ঠিত হয়। বায়তুশ সাইফ ইসলামিয়া মাদ্রাসা'র প্রধান শিক্ষক মনিরুজ্জামান জিহাদী’র সভাপতিত্বে মঙ্গলবার সুবর্নচর উপজেলার চরজব্বর ইউনিয়নের উত্তর  বাগ্যা সমিতির বাজারে অবস্থিত “ বাইতুশ সাইফ ইসলামিয়া দাখিল মাদ্রাসা” প্রাঙ্গনে উক্ত মতবিনিময় সভা অনু্ষ্ঠিত হয়। 

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাইফিয়া দরবার শরিফের সাজ্জাদানশীন পীরজাদা আলহাজ হযরত মাওলানা আতায়ে রাব্বী ছিদ্দিকী (দা:বা:আ) সাহেব, অন্যান্যদের মাঝে মতামত পেশ করেন,

সাইফিয়া দরবার শরিফের কেন্দ্রীয় অন্যতম পরিচালক সুবর্নচর উপজেলার বিশিষ্ঠ ব্যবসায়ী মো: ফয়েজ উল্যাহ , সমাজ সেবক ও সাইফিয়া দরবার শরিফের একনিষ্ঠ সেচ্ছাসেবক মো: নাজমুল হাসান জুয়েল, মো: তাহের চৌধুরী, মো: হোসেন, সাজিদি প্রমুখ।

বক্তারা আসছে ২০১৮ সালের জানুয়ারি ২৫, ২৬, ২৭ তারিখে সাইফিয়া দরবার শরিফে সুন্নি ইজতেমা সফল করার লক্ষে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন।

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, নোয়াখালী সদর, কবিরহাট সহ সুবর্ণচর উপজেলার ইউনিট প্রধান সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

(আইইউএস/এসপি/ডিসেম্বর ০৫, ২০১৭)