নিউজ ডেস্ক : প্রগতিশীল ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র মৈত্রীর ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ ৬ ডিসেম্বর।

১৯৮০ সালের এ দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের উত্তরসূরি ছাত্র সংগঠনগুলোর চারটির ঐক্যের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ ছাত্র মৈত্রী।

প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত ছাত্র মৈত্রী গণতান্ত্রিক শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠা, মৌলবাদী-সাম্প্রদায়িক শক্তি, সাম্রাজ্যবাদ ও অগণতান্ত্রিক-অসাংবিধানিক শাসনের বিরুদ্ধে সংগ্রামে সোচ্চার ভূমিকায় রয়েছে।

সামরিক শাসনের বিরুদ্ধে প্রথম প্রতিবাদেও তাদের ভূমিকা ছিল।

(ওএস/এসপি/ ডিসেম্বর ০৬, ২০১৭)