নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ জেলার বন্দরে তাসলিমা বেগম (৩০) নামে এক অন্তঃস্বত্ত্বাকে ছুরিকাঘাত করে হত্যা করেছে তার ভাসুর ও জা।

বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে। নিহত তাসলিমা বন্দরের নবীগঞ্জ এলাকার মনির হোসেনের স্ত্রী।
স্থানীয়রা জানান, তাসলিমা ক্ষুদ্রঋণদানকারী প্রতিষ্ঠান আশা থেকে ঋণ নিয়েছিলেন। কিস্তির টাকা দিতে দেরি করায় ওই প্রতিষ্ঠানের লোকজন প্রায়ই বাড়িতে লোকজন যাতায়াত করে।
বিষয়টিতে তাসলিমার ভাসুর আমির হোসেন ও তার স্ত্রী শিল্পী বেগম আপত্তি করে। বৃহস্পতিবার ফজরের নামাজের পর এ নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়।
‍এক পর্যায়ে উত্তেজিত আমির হোসেন তাসলিমাকে ছুরিকাঘাত করে। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান তাসলিমা।
বন্দর থানার পরিদর্শক মোকারম হোসেন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য তা ১০০ শয্যা বিশিষ্ট নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় জড়িত শিল্পী বেগমকে আটক করা গেলেও আমির হোসেন পালিয়ে গেছেন।
(ওএস/এএস/জুলাই ০৩, ২০১৪)