রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : ৬ ডিসেম্বর রাজারহাট হানাদার মুক্ত দিবস উপলক্ষে ঠাটমারী বধ্যভূমিতে পুস্পস্তবক অর্পণ, র‌্যালী ও শহীদদের স্মৃতিচারণমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সকালে উপজেলা প্রশাসন ও ফিউচার অব রাজারহাট নামের একটি সংগঠনের উদ্যোগে হানাদার মুক্ত দিবসের র‌্যালী বের করে ঠাটমারী বধ্যভূমি স্মৃতি স্তম্ভে মিলিত হয়ে পুস্পস্তবক অর্পণ করেন।

এসময় শহীদ স্মরণে ১মিনিট নিরবতা পালন শেষে শহীদদের স্মৃতিচারণ মূলক আলোচনায় বক্তব্য রাখেন রাজারহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল হাসেম, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুনুর মো. আক্তারুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার ষষ্টি চন্দ্র রায়, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মো. রজব আলী, অধ্যক্ষ আবুল হোসেন সরকার, ইউপি চেয়ারম্যান মো. এনামুল হক, জেলা পরিষদ সদস্য মো. আব্দস ছালাম, ছাত্রলীগ নেতা তৌহিদুর রহমান, উপজেলা যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের সাধারণ সম্পাদক সোহেল পারভেজ, ফিউচার অব রাজারহাটের সভাপতি আল্লামা ইকবাল অনিক ও সাধারণ সম্পাদক তাপস কুমার রায় প্রমুখ।


(পিএমএসস/এসপি/ ডিসেম্বর ০৬, ২০১৭)