খুবি প্রতিনিধি : সড়ক দুর্ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) চারুকলা ইনস্টিটিউটের ১৩তম ব্যাচের ১ম বর্ষের ছাত্র অমিত রায় নিহত হয়েছেন।

বুধবার সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার পর রাতে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।
বুধবার বিকেল সাড়ে ৩টায় নগরীর নিউমার্কেটের সামনে নগর পরিবহনের একটি বাস একটি ইজিবাইককে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর মারাত্মক আহত অমিত রায়কে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এক পর্যায়ে তার অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান। রাতেই তার মৃতদেহ গ্রামে নিয়ে যান।
অমিত রায় পিতা-মাতার একমাত্র সন্তান। তার বাড়ি যশোরের বাঘার পাড়া উপজেলার ঢেপখালি গ্রামে। তার পিতার নাম তপন রায়।
এদিকে অমিত রায় নিহত হওয়ায় তার স্মরণে বৃহস্পতিবার খুলনা বিশ্ববিদ্যালয়ে কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন করা হচ্ছে।
এছাড়া খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান চারুকলা ইনস্টিটিউটের ছাত্র অমিত রায় নিহত হওয়ায় গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় তিনি তার আত্মার শান্তি কামনা করে শোক সন্তপ্ত পরিবারবর্গ এবং চারুকলা ইনস্টিটিউটের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে সমবেদনা জ্ঞাপন করেছেন।
(ওএস/এএস/জুলাই ০৩, ২০১৪)