কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। 

এ উপলক্ষে আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় দৌলতপুর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় ৫ জন নারীকে শ্রেষ্ঠ জয়ীতা সম্মাননা প্রদান করা হয়।

এতে দৌলতপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুবি আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দৌলতপুর উপজেলা ভাইস চেয়ারম্যান মঈন উদ্দিন মোহন।

বিশেষ অতিথি ছিলেন, দৌলতপুর সমাজ সেবা অফিসার মো. সানোয়ার হোসেন, মথুরাপুর ইউপি চেয়ারম্যান সরদার হাসিম উদ্দিন হাসু, আদাবাড়িয়া ইউপি চেয়ারম্যান মকবুল হোসেন ও দৌলতপুর গার্লস কলেজের অধ্যক্ষ রেজাউল করিম।
আলোচনা শেষে ‘জয়ীতা অন্বেষনে বাংলাদেশ’ এ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় ৫ জন নারীকে শ্রেষ্ঠ জয়ীতা সম্মাননা প্রদান করা হয়।

এরা হলেন- অর্থনৈতিক সাফল্য অর্জনকারী নারী কুলসুম আরা বেগম, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী পারভীন আক্তার, সফল জননী নুরুন নাহার বেগম, নির্যাতনের বিভিষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করা সাফল্য অর্জনকারী চম্পা জাহান ও সমাজ উন্নয়নে অসাম্য অবদান রাখায় কোহিনুর বেগম।

(কেকে/এসপি/ডিসেম্বর ০৭, ২০১৭)