গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে বুধবার দুপুরে গোলাপবাগ খাদ্য গুদামে চলতি আমন মৌসুমে খাদ্য অধিদপ্তরের চাল সংগ্রহ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধণ করা হয়েছে।

অনুষ্ঠানের প্রধান অতিথি গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও জাতীয় সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ ফিতা কেটে এবং চাল কল মালিক সমিতির সভাপতির হাতে বরাদ্দ পত্র তুলে দিয়ে সংগ্রহ অভিযানের উদ্বোধণ করেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শীলাব্রত কর্মকার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুল আহাদ, মহিমাগঞ্জ খাদ্য গুদামের ওসি এলএসডি কাজী আরজুমান নাহার, কামদিয়া খাদ্য গুদামের ওসি এলএসডি হেমন্ত কুমার বর্মণ, গোলাপবাগ খাদ্য গুদামের ওসি এলএসডি মোজাম্মেল হক, পিআইও জহিরুল ইসলাম, উপজেলা চাউল কল মালিক সমিতির সভাপতি শফিকুল ইসলাম রাজু, সাধারণ সম্পাদক আব্দুল ওহাব মন্ডল মুন্নু, খায়রুল বাসার নয়ন, আতিকুর রহমান আতিক, মানিক সাহা প্রমুখ।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস সূত্রে জানাগেছে, চলতি চাল সংগ্রহ অভিযান ৩ডিসেম্বর থেকে শুরু হয়ে ২৮ ফেব্রুয়ারী পর্যন্ত চলবে এবং ১৮৭ জন মিলারের মাধ্যমে প্রতি কেজি চাল ৩৯ টাকা দরে ৩টি এলএসডি গোডাউনে ৭হাজার ২০০ মেঃ টন চাল সংগ্রহ করা হবে।

(এসআরডি/এসপি/ডিসেম্বর ০৭, ২০১৭)