স্টাফ রির্পোটার : ঈদ মানে শহরের কর্মস্থল ছেড়ে গ্রামের বাড়িতে ফেরা। এবার ঈদে বাড়ি ফেরা মানুষের চাপ কম থাকবে বলে মনে করছেন পরিবহন সংশ্লিষ্টরা। রাজধানীতে দূরপাল্লার বাসের আগাম টিকিট বিক্রি শুরু হবে পনেরো রোজা থেকে। ঈদের দশদিন আগে শুরু হবে লঞ্চের টিকেট বিক্রি।

এবার পনেরো রোজার পর ঢাকা থেকে উত্তর ও দক্ষিণাঞ্চলে বিভিন্ন রুটের বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। মালিকরা বলছে, এবার নতুন বাস নামাবেন তারা। তবে তাতেও চাপ কমার সম্ভাবনা নেই।
ঈদের সময় দৈনিক প্রায় আট লাখ যাত্রী সদরঘাট থেকে দক্ষিণাঞ্চলের বিভিন্ন গন্তব্যে যাবেন। ঈদের দশদিন আগে থেকেই বিশেষ ব্যবস্থা চালু করবে বিআইডব্লিউটিএ। ঈদ হবে ভরা বর্ষায়। তাই দুর্ঘটনা রোধে আলাদা নজর থাকবে কর্তৃপক্ষের।
তবে লঞ্চ মালিকরা বলছেন, যাত্রীদের চাহিদার কারণে লঞ্চে কিছু অতিরিক্ত যাত্রী নিতেই করতে হয়।
ঈদের আগে পাঁচটি নতুন লঞ্চ নামছে। এছাড়া সব লঞ্চেই ট্রিপ বাড়ানো হবে। ফলে গতবারের চেয়ে এবার বেশি যাত্রী পরিবহন করা সম্ভব হবে বলে মনে করছেন লঞ্চ মালিকরা।
(ওএস/এএস/জুলাই ০৩, ২০১৪)