গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি : বুধবার গভীর রাতে গোয়ালন্দ উপজেলার পূর্ব তেনাপঁচা গ্রামের হাবি মন্ডলের বসতঘর থেকে নিষিদ্ধ ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।

গোয়ালন্দঘাট থানার ওসি মো. আবুল বাসার জানান, উপজেলার প্রত্যন্ত চরাঞ্চল পূর্ব তেনাপঁচা গ্রামের কৃষক লোকমান মন্ডলের ছেলে হাবি মন্ডল (৪০) কৃষি কাজের পাশাপাশি দীর্ঘদিন যাবত এলাকায় মাদক ব্যবসার কাজ চালিয়ে আসছিলেন। বুধবার রাত দেড়টার দিকে গোপন সংবাদ পেয়ে হাবি মন্ডলের বাড়িতে পুলিশ অভিযান চালায়। এসময় তার বসতঘরে তল্লাশি চালিয়ে খাটের নীচে লুকিয়ে রাখা ১২০ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। তবে এর আগে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ি হাবিসহ তার পরিবারের অপর লোকজন বাড়ি ছেড়ে পালিয়ে যায়।

এ ঘটনায় হাবি মন্ডলের বিরুদ্ধে গোয়ালন্দঘাট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। তিনি আরো জানান, পলাতক হাবি মন্ডলকে আটক করতে পুলিশ মাঠে নেমেছে।

(জিসিপি/জেএ/জুলাই ০৩, ২০১৪)