ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : আর্ন্তজাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস উপলক্ষে ঈশ্বরদীতে মানববন্ধন, পথসভা ও গণস্বাক্ষর সংগ্রহ অভিযান অনুষ্ঠিত হয়েছে। 

দুর্নীতি প্রতিরোধ কমিটি ঈশ্বরদী শাখার আয়োজনে এবং দুর্নীতি দমন কমিশনের সহযোগিতায় শনিবার সকাল সাড়ে ১১টায় শহরের রেলগেটস্থ বাস টার্মিনালের সামনে মানববন্ধন রচনা করা হয়।

মানববন্ধনে সুগারক্রপ ইন্সটিউিটের একটি র‌্যালী এবং বিভিন্ন শিক্ষা, সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সুধিজনরা অংশ গ্রহন করেন।

মানববন্ধন শেষে অনুষ্ঠিত পথসাভায় প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান মকলেছুর রহমান মিন্টু, বিশেষ অতিথি বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইন্সটিউিটের মহাপরিচালক ড. আমজাদ হোসেন, উপজেলা নির্বাহী অফিসার নাছরিন আক্তার ও ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার কুন্ডু বক্তব্য রাখেন। প্রতিরোধ কমিটির সভাপতি শহীদুল হক শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় সহকারী কমিশনার (ভূমি) শিমুল আক্তার, থানার অফিসার ইনচার্জ আজিম উদ্দিন, সুগারক্রপ গবেষণা ইন্সটিউিটের সাবেক সাধারণ সম্পাদক হাসিবুর রহমান রঞ্জু, বিজ্ঞানী কুয়াশা মাহমুদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বাতেন, সাংবাদিক মাহাবুবুল হক দুদু, সেলিম সরদার প্রমুখ উপস্থিত ছিলেন।

ঈশ্বরদী মহিলা কলেজের প্রভাষক ইসমাইল হোসেন পথসভা সঞ্চালনা করেন।

(এসকেকে/এসপি/ডিসেম্বর ০৯, ২০১৭)