টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের প্রথম দৈনিক ‘মফস্বল’ পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক শহিদুল ইসলাম খান রুমির মা ও মরহুম আজহারুল ইসলাম খানের স্ত্রী শামসুন্নাহার খান বার্ধক্য জনিত কারণে শুক্রবার (৮ ডিসেম্বর) ভোরে শহরের আকুর টাকুর পাড়ার তালতলা বাসায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। তিনি এক ছেলে ও এক মেয়ে সহ বহু আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।

শুক্রবার সকালে টাঙ্গাইল শহরের আকুর টাকুর পাড়ার তালতলা বাসার সামনে প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। পরে মরহুমের গ্রামের বাড়ি ঘাটাইল উপজেলার ভাবনদত্ত গ্রামে বাদ জুমআ’ দ্বিতীয় জানাজা শেষে ভাবনদত্ত সামাজিক গোরস্থানে তাকে স্বামীর কবরের পাশে দাফন করা হয়।

মরহুমের জানাজা নামাজে টাঙ্গাইল শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সাংবাদিক, এবং ভাবনদত্ত গ্রামের সর্বস্তরের জনসাধারণ অংশ নেন।

(আরকেপি/এসপি/ডিসেম্বর ০৯, ২০১৭)