দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে গতকাল শনিবার আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালন করা হয়েছে।

বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ফুলবাড়ী এডিপি'র সহযোগিতায় সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে পৌর শহরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুস সালাম চৌধুরীর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাকেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নূরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা এটিএম হামীম আশরাফ, উপজেলা প্রকৌশলী মো. শাহিদুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) শফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সমশের আলী মন্ডল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আখতারুজ্জামান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রীতা মন্ডল, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ইসমাইল হোসেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি’র সভাপতি নাজিম উদ্দিন মন্ডল, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি’র সভাপতি সঞ্জয় চক্রবর্তী, প্রাথমিক শিক্ষক সমিতি’র সাধারণ সম্পাদক আব্দুল আলিম প্রমুখ।

(এসিজি/এসপি/ডিসেম্বর ০৯, ২০১৭)