দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম বোকেয়া দিবস উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে ,দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র, ইউনাইটেড বডি রাইটস্, হ্যালো আই এম এর সহযোগিতায় র‌্যালি , আলোচনা সভা ,ক্রেস্ট ও সাটিফিকেট প্রদান অনুষ্টিত হয়।

শনিবার র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তারের সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মামুনুর রশীদ এর সভাপতিত্বে অনুষ্টিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ এমদাদুল হক খান।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব রুহুল আমীন চুন্নু, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাহিদা ইয়াসমিন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আকবর আলী তালুকদার, উপজেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ্ হক, প্রেসক্লাব সভাপতি নিতাই সাহা,উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ নাসিরউদ্দিন, ডিএসকে প্রতিনিধি আবুল কালাম আজাদ প্রমূখ। জয়িতাদের মধ্যে প্রতিক্রিয়া ব্যাক্ত করেন শেফালী হাজং ও লুদিয়া রুমা সাংমা।

চার ক্যাটাগরীতে নির্বাচিত চার জন জয়িতার মধ্যে দুই জন জেলা পর্যায়ে শ্রেষ্ট হয়েছেন। নির্বাচিতরা হলেন অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী মোছাঃ রোকেয়া খাতুন, সফল জননী মনোয়ারা বেগম(জেলায় শ্রেষ্ট),

নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যেমে জীবন শুরু করেছেন শেফালী হাজং (জেলায় শ্রেষ্ট), সমাজ সেবায় অসামান্য অবদান রেখেছেন আদিবাসী নেত্রী লুদিয়া রুমা সাংমা।

(এনএস/এসপি/ডিসেম্বর ০৯, ২০১৭)