স্পোর্টস ডেস্ক : ২০২৩ সালে ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারতে। ২০২১ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির আসরও বসবে দেশটিতে। ২০১১ সালে ভারতের সঙ্গে বিশ্বকাপের যৌথ আয়োজক ছিল বাংলাদেশ ও শ্রীলঙ্কা। ঘরের মাটিতে সেবার মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে বিশ্বকাপ জিতেছিল ভারত। ২০১৯ সালে বিশ্বকাপের আসর বসবে ইংল্যান্ডে।

এদিকে ২০১৯–২০ মৌসুমে আফগানিস্তানের সঙ্গে ঘরের মাটিতে একটি টেস্ট খেলবে ভারত। যুদ্ধবিধ্বস্ত আফগানরা পাবে প্রথম পাঁচদিনের ম্যাচের স্বাদ। ভারতীয় বোর্ডের একজন কর্মকর্তা জানান, ‘‌২০১৯ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট খেলার কথা ছিল আফগানিস্তানের। কিন্তু দু’‌দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা মাথায় রেখেই সিদ্ধান্ত হয়েছে আফগানদের টেস্ট অভিষেক হবে ভারতের বিরুদ্ধে।’‌

পাশাপাশি পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে যে কোনওভাবেই রাজি নয় ভারত, তাও বার্ষিক সাধারণ সভায় জানিয়ে দেওয়া হয়েছে। যদি না কেন্দ্রীয় সরকার সবুজ সঙ্কেত দেয়।

(ওএস/অ/ডিসেম্বর ১১, ২০১৭)