নিউজ ডেস্ক : অবৈধ সম্পদ অজর্নের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় হাজির হতে এক মাসের সময় চেয়ে আবেদন করেছেন পুলিশ সুপার (এসপি) সুভাষ চন্দ্র সাহা।

বুধবার ( ১৩ ডিসেম্বর) দুদকের নির্ভরশীল একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্র জানায়, জিজ্ঞাসাবাদের জন্য বুধবার দুদক কার্যালয়ে এসপি সুভাষ চন্দ্র সাহা ও তার স্ত্রী রীনা চৌধুরীর হাজির হওয়ার কথা ছিলো। কিন্তু তারা হাজির না হয়ে দুদকের জিজ্ঞাসাবাদে অংশ নিতে আরো এক মাস সময় চেয়ে আবেদন করেছেন। তবে সূত্রের তথ্য মতে, কমিশন এখনো সময়ের ওই আবেদন মঞ্জুর করেনি।

সম্প্রতি অবৈধ সম্পদ অজর্নের অভিযোগে দুদকের দায়ের করা মামলায় পুলিশ সুপার (এসপি) সুভাষ চন্দ্র সাহা ও তার স্ত্রী রীনা চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে দুদক।

আর সেই তলবে পুলিশ সুপার (এসপি) সুভাষ চন্দ্র সাহা ও তার স্ত্রীকে বুধবার দুদক কার্যালয়ে হাজির হয়ে জিজ্ঞাসাবাদে সহযোগিতা করতে বলা হয়। এছাড়া চিঠিতে তাদের স্থাবর-অস্থাবর মালিকানা সংক্রান্ত দলিলাদি, ব্যাংক হিসাবের শুরু থেকে হালনাগাদ বিবরণী, দায়-দেনা ও আয়ের উৎস সংক্রান্ত রেকর্ডপত্র সঙ্গে নিয়ে আসতে বলা হয়।

তথ্যসূত্র : বাংলানিউজ২৪

(ওএস/অ/ডিসেম্বর ১৩, ২০১৭)