স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের ওয়েস্ট ইন্ডিজ দল থেকে ছিটকে পড়েছেন মারলন স্যামুয়েলস, সুনিল নারিনের মত বড় দুই তারকা। বাদ পড়েছেন উদীয়মান পেসার আলজেরি জোসেফও।

বিপিএল খেলে যাওয়া স্যামুয়েলস ডান হাতে ব্যথা পাওয়ায় খেলছেন না এই সিরিজে। নারিনও বিপিএল খেলার পর ব্যক্তিগত কারণে দল থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন। তবে তিনি টি-টোয়েন্টি দলে থাকবেন। পিঠের চোটের কারণে নেই জোসেফ।

নিউজিল্যান্ডের বিপক্ষে হ্যামিল্টন টেস্ট খেলতে গিয়ে বাঁ হাতে ব্যথা পাওয়া সুনীল অ্যামব্রিসও থাকছেন না ওয়ানডে সিরিজে। তার জায়গায় ওয়ানডে দলে ডাক পেয়েছেন সিমরন হেটমেয়ার।

স্যামুয়েলস এবং জোসেফের স্থলাভিষিক্ত হিসেবে বাঁহাতি পেসার শেলডন কোট্রেল এবং উইকেটরক্ষক ব্যাটসম্যান চ্যাডউইক ওয়াটলন জায়গা পেয়েছেন ওয়ানডেতে। তারা অবশ্য টি-টোয়েন্টি দলেও আছেন।

এদিকে, ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজেও খেলবেন না স্যামুয়েলস। তার জায়গায় টি-টোয়েন্টি দলে জায়গা নেবেন ওয়ানডেতে থাকা শাই হোপ। আর নারিনের জায়গায় ডাক পাচ্ছেন অফস্পিনার অ্যাশলে নার্স।

আগামী ২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ এবং নিউজিল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজটি। সিরিজের প্রথম ওয়ানডে নেলসনে। ২৯ ডিসেম্বর শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ।

পরিবর্তিত ওয়ানডে দল : জেসন হোল্ডার (অধিনায়ক), জেসন মোহাম্মদ, শিমরন হেটমেয়ার, রন্সফোর্ড বিটন, শেনন গ্যাব্রিয়েল, ক্রিস গেইল, কাইল হোপ, শাই হোপ, শেলডন কোট্রেল, এভিন লুইস, নিকিতা মিলার, অ্যাশলে নার্স, রভম্যান পাওয়েল, চ্যাডউইক ওয়ালটন, কেসরিক উইলিয়ামস।

(ওএস/অ/ডিসেম্বর ১৫, ২০১৭)