বরগুনা প্রতিনিধি : বরগুনার টেকদিয়া এলাকায় কোস্টগার্ড-দস্যু বন্দুকযুদ্ধে দুই দস্যু গুলিবিদ্ধ হয়েছেন। এসময় গুলিবিদ্ধ দুই দস্যুসহ তিনজনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। আটক ব্যক্তিদের কাছ থেকে পাইপগান, ইয়ারগান, শটগান এবং কুড়াল ও দু’টি দা উদ্ধার করা হয়েছে বলে কোস্টগার্ড সূত্র জানিয়েছে।
গুলিবিদ্ধরা হলেন-পাথরঘাটা পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের মো. চান মিয়ার ছেলে মো. ইয়াসিন (২৫) ও পাথরঘাটার পদ্মা গ্রামের মো. ফারুক হোসেনের ছেলে সুমন (২৭)। আটক অপরজনের নাম মো. কাওছার। তিনি উপজেলার কোড়ালিয়া গ্রামের মো: ছালামের ছেলে।
পাথরঘাটা কোস্টগার্ড ক্যাম্পের স্টেশন কমান্ডার এম আরিফ হোসাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৫টার দিকে বঙ্গোপসাগরের টেকদিয়া এলাকায় দস্যুদের আস্তানায় অভিযানে যায় কোস্টগার্ড। এসময় দস্যুরা কোস্টগার্ডকে লক্ষ্য করে গুলি ছুড়লে কোস্টগার্ডও পাল্টা গুলি চালায়। এসময় দুই দস্যু গুলিবিদ্ধ হন। একপর্যায়ে বাকি দস্যুরা পালিয়ে যান।
(এমএইচ/এএস/জুলাই ০৩, ২০১৪)