আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : আগামী শনিবার (২৩ ডিসেম্বর) বরিশাল সিটি কপোরেশনসহ জেলার দশ উপজেলায় তিন লাখ ৫৩ হাজার ১৩৬ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এরমধ্যে জেলার ১০ উপজেলায় তিন লাখ চার হাজার ৩৫১ জন ও সিটি কপোরেশন এলাকায় ৪৮ হাজার ৭৮৫জন শিশু রয়েছে।

বুধবার বেলা সাড়ে এগারোটায় জেলা সিভিল সিভিল সার্জন কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. মো. মনোয়ার হোসেন।

তিনি বলেন, আগামী ২৩ ডিসেম্বর শনিবার জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। ওইদিন জেলার ০৬ থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে ভিটামিন এ প্লাসক্যাপসুল খাওয়ানো হবে। এরমধ্যে ০৬ থেকে ১১ মাস বয়সী ৩২ হাজার ৫১৯ জন শিশুকে নীল রঙের এক লাখ আই.ইউ ক্ষমতা সম্পন্ন ভিটামিন খাওয়ানো হবে। পাশাপাশি ১২ থেকে ৫৯ বয়সের দুই লাখ ৭১ হাজার ৮৩২ জন শিশুকে লাল রঙের দুই লাখ আই.ইউ ক্ষমতা সম্পন্ন ভিটামিন ক্যাপসুল খাওয়ানো হবে।

তিনি আরও বলেন, ওইদিন জেলার ১০ উপজেলার ৮৫টি ইউনিয়নের ২৫৫টি ওয়ার্ডে দুই হাজার ৪০টি টিকা দান কেন্দ্রের মাধ্যমে এ ক্যাপসুল খাওয়ানো হবে। সিভিল সার্জনের এ কর্মসূচি বাস্তবায়ন করতে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করবেন মোট চার হাজার ৩১০ জন কর্মী। সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত টিকাদান কেন্দ্র খোলা থাকবে। এছাড়া শুধুমাত্র জেলার মেহেন্দীগঞ্জ, মুলাদী ও হিজলা উপজেলায় চার দিনব্যাপী বাদ পড়া শিশুদের ভিটামিন ক্যাপসুল খাওয়ানো হবে।

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ডেপুটি সিভিল সার্জন ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল, জেলা ইপিআই সুপারিনটেনডেন্ট মো. বজলুল রহমান প্রমুখ।

অপরদিকে বরিশাল সিটি কপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ মতিউর রহমান জানান, শনিবার (২৩ ডিসেম্বর) সিটি কপোরেশনের আওতায় ২২০টি কেন্দ্রের মাধ্যমে ৪৮ হাজার ৭৮৫জন শিশুকে এই ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে। ওইদিন সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ, সদর হাসপাতাল, শেরে-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালসহ বিভিন্ন সরকারী-বেসরকারী ২২টি প্রতিষ্ঠানে ৪৭৪ জন কর্মী শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর কাজ করবেন।

(টিবি/এসপি/ডিসেম্বর ২০, ২০১৭)