গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুর উপজেলা বিএনপি’র আহবায়ক, দৈনিক আজকের খবর পত্রিকার সম্পাদক এবং ময়মনসিংহ পলিটেকনিক্যাল ইনষ্টিটিউটের সাবেক ভিপি ইঞ্জিনিয়ার আলহাজ্ব মকবুল হোসেন বকুল (৫২)আর নেই।

মঙ্গলবার (১৯ডিসেম্বর) গুরুতর অসু¯হ অব¯হায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে ভালুকার সিডস্টোর এলাকায় মৃত্যুবরণ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি লিভার জটিলতায় ভুগছিলেন এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই কন্যা সন্তান ওআত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। বুধবার সকালে মরহুমের প্রথম জানাযার নামাজ তার গ্রামের বাড়ি গৌরীপুর উপজেলার ভাংনামারী ইউনিয়নের খোদাবক্সপুর গ্রামে এবং বুধবার বাদ আছর ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট খেলার মাঠে অনুষ্ঠিত হয়। পরে মাসকান্দা এলাকায় তার পিতার কবরের পাশে তাকে সমাহিত করা হয়। তার লাশ গ্রামের বাড়িতে নিয়ে এলে সেখানে শোকের ছায়া নেমে আসে। তাঁর লাশ এক নজর দেখার জন্য মানুষের ঢল নামে। ময়মনসিংহ শহরেও সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও দলীয় নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।

উল্লেখ্য, মকবুল হোসেন বকুল স্ব পরিবারে ময়মনসিংহ শহরে বসবাস করতেন। তিনি ছাত্র জীবন থেকেই রাজনীতির সাথে জড়িত ছিলেন। রাজনীতি করতে গিয়ে কারাবরণও করেছেন। তিনি ময়মনসিংহ মুদ্রণ শিল্প মালিক সমিতির সদস্য ও নাসিরাবাদ প্রিন্টিং প্রেসের সত্ত্বাধিকারী ছিলেন।

তার অকাল মৃত্যুতে গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি বেগ ফারুক আহাম্মদ, সাধারণ সম্পাদক মশিউর রহমান কাউছার, উপজেলা সাংবাদিক সমিতির সভাপতি ম, নূরুল ইসলাম, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিন্টুসহ সকল সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ গভীর শোক এবং তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।

(এসআইএম/এসপি/ডিসেম্বর ২০, ২০১৭)