রাজবাড়ী প্রতিনিধি : ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে রাত ২টা থেকে ফেরি সহ সকল প্রকার নৌযান চলাচল বন্ধ রয়েছে। এসময় মাঝ নদীতে ৭টি ফেরি যানবাহন নিয়ে নোঙ্গর করে রয়েছে। দৌলতদিয়া ও পাটুরিয়া ফেরি ঘাটে পল্টুনে ৮টি ছোট বড় ফেরি যানবাহন লোড করে রয়েছে। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে নদী পারাপার হওয়া যাত্রী, যানবাহনের চালক ও গবাদী পশুর। আর্থিক লোকসান গুনতে হয় কাঁচামাল ব্যবসায়ীদের।

এদিকে সময় মত নদী পার হতে না পারার কারণে দৌলতদিয়া ফেরি ঘাটের জিরো পয়েন্ট থেকে মহাসড়কের প্রায় ৫কিঃমিঃ যাত্রীবাহী বাস, প্রাইভেটকার, মাক্রোবাস, এ্যাম্বুলেন্স, পন্যবাহী ও গবাদীপশুবাহী ট্রাক রয়েছে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারী ম্যানেজার আবু আব্দুল্লাহ জানান, কুয়াশার ঘনত্ব বৃদ্ধি পাওয়ায় দুর্ঘটনা এড়াতে রাত ২টার সময় ফেরি চলাচল বন্ধ করা হয়।

তিনি আরো জানান, ফেরি বন্ধ থাকায় দৌলতদিয়া ঘাটে কয়েক শত যাত্রীবাহী বাস ও পন্যবাহী ট্রাক ফেরি পারের অপেক্ষায় রয়েছে।

(ডিবি/এসপি/ডিসেম্বর ২১, ২০১৭)