রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার সোনাপুর ইউনিয়নের তিন গ্রামের ৫ হাজার গ্রামবাসী ট্রান্সমিটার বিস্ফোরিত হওয়ায় ১১ দিন ধরে অন্ধকারে বসবাস করছে। এত প্রতিকার পেতে পল্লী বিদ্যুৎ কতৃপক্ষের কাছে আবেদন করলে তারা ৪০ হাজার টাকা ছাড়া ট্রান্সমিটার দিবেনা বলে জানালে হতাশ হয়ে পড়ে গ্রামবাসী।

বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে মোঃ সুমন, শরীফ হোসেন ও তোফায়েল আহম্মদসহ গ্রামবাসীরা জানান, সোনাপুর ইউনিয়নের সোনাপুর, দক্ষিন সোনাপুর ও পূর্ব সোনাপুর গ্রামের ৯ নং ওয়ার্ড মধ্যখানে গাইনের বাড়ীর সামনে ২৫ কেভি ট্রান্সফরমার গত ১১ দিন আগে বিস্ফোরিত হয়। এতে ওই স্থানে নতুন ট্রান্সফরমার বসাতে পল্লী বিদ্যুতের কাছে লিখিত আবেদন করেন। নতুন ট্রান্সফরমার মেরামত বাবদ পল্লী বিদ্যুৎকে ৪০ হাজার টাকা না দেয়ায় গ্রামবাসী ১১ দিন অন্ধকারে রয়েছে। এতে গ্রামবাসী বিদ্যুৎ না পেয়ে রমজানে ইফতার, তারাবির নামাজ, সেহরী ও শিশুদের লেখা পড়ার চরম দুর্ভোগে পড়েছেন।
সোনাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আব্দুল্লা আল মামুন বলেন, তিনিসহ গ্রামবাসীরা ওই জায়গায় নতুন ট্রান্সফরমার বসানের জন্য কয়েকদিন আগে ৩৫ হাজার ৩১ টাকা পল্লী বিদ্যুৎকে দিয়েছেন। তারপরও তারা ট্রান্সপরমার না দেয়ায় গ্রামবাসীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এব্যপারে পল্লী বিদ্যুতের ডিজিএম মাহফুজুর রহমান বলেন, নতুন ট্রান্সফরমার বসাতে হলে ৪০ হাজার টাকা লাগে। গ্রামবাসীরা ৩৫ হাজার ৩১ টাকা দেয়ায় কয়েক দিন পরে তা বসানো হবে।
(এমআরএস/এএস/জুলাই ০৩, ২০১৪)