সাতক্ষীরা প্রতিনিধি : সীমান্ত থেকে পাচারকালে পুলিশ ৫০ লাখ টাকা মূল্যের ৫২ গাইড ভারতীয় থ্রি-পিচ আটক করেছে। এ সময় আটক করা হয়েছে দু’ পাচারকারিসহ  একটি পিকআপ। বৃহষ্পতিবার ভোরে সাতক্ষীরা শহরের বাঙালের মোড় থেকে এসব আটক করা হয়।

আটককৃতরা হলেন, সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার সোনাটিকারি গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মোস্তাফিজুর রহমান (২১) ও সাতক্ষীরা শহরের মাঠপাড়ার ইদ্রিস মিয়ার ছেলে বেলাল হোসেন (১৮)।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, দেবহাটা সীমান্ত থেকে একটি পিকআপে বিপুল পরিমান ভারতীয় কাপড় খুলনায় নিয়ে যাওয়া হচ্ছে মর্মে তিনি খবর পান। এরই ভিত্তিতে পুলিশ বৃহষ্পতিবার ভোর ৫টার দিকে সাতক্ষীরা- কালীগঞ্জ সড়কের বাঙালেরমোড় নামক স্থান থেকে একটি পিকআপ আটক করা হয়। পিকআপের মধ্যে থাকা ৫২ গাইড ভারতীয় থ্রি-পিচ উদ্ধার করা হয়।

এ সময় পিকআপসহ পাচারকারি মোস্তাফিজুর রহমান ও বেলাল হোসেনকে আটক করা গেলেও চালক পালিয়ে যায়। আটককৃত থ্রি-পিচের আনুমানিক মূল্য ৫০ লাখ টাকা।

তিনি আরো জানান, এ ঘটনায় উপপরিদর্শক লিয়াকত আলী বাদি হয়ে আটককৃত পাচারকারিদের নাম উল্লেখ করে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ (বি) ধারায় একটি মামলা দায়ের করেছেন। আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

(ওএস/এটিআর/জুলাই ০৩, ২০১৪)