রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর কালুখালী উপজেলায় সাওরাইল ইউনিয়নের একটি বাগান থেকে একটি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড গুলি সহ সেলিম মন্ডল ওরফে সাগর (২৭) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

২৫ ডিসেম্বর (সোমবার) বেলা ১২টার সময় কালুখালী থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানায়। ওসি বলেন ২৪ ডিসেম্বর (রবিবার) রাত ১১টার দিকে কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের একটি বাগান থেকে তাকে আটক করা হয়।

সেলিম পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নের গাংধাইর গ্রামের আব্দুল জব্বারের ছেলে।

কালুখালী থানার (ওসি) মো আমিনুল ইসলাম জানায়, সেলিম “সেলিম বাহিনী” নামে একটি নতুন চরমপন্থী বাহিনী গঠন করে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসাছিলেন। রবিবার রাত ১১ টায় তার বাহিনীর সদস্যদের নিয়ে কালুখালী উপজেলার সাওরাইল গ্রামে একটি বাগানের মধ্যে বৈঠক করেছিল এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড কার্তুজ সহ তাকে আটক করা হয়। এ সময় অন্যরা কৌশলে পালিয়ে যায়।

সেলিমের বিরুদ্ধে কালুখালী থানায় অন্ত্র আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানায় পুলিশ।

(ডিবি/এসপি/ডিসেম্বর ২৫, ২০১৭)